মোঃ হাফিজুর রহমান ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে বাগেরহাটের ফকিরহাটে পালিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস।
উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দদের আয়োজনে শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ ভবন চত্ত¡রে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর বর্ণ্যাঢ্য সমবায় র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। বিশেষ অতিথি ছিলেন ইসিসিএ লি: এর চেয়ারম্যান শাহজামান চৌধুরী লরে। এতে সভাপত্বি করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার সেকেন্ড অফিসার মো. ওহিদ শেখ, এ্যাডভোকেট ফরহাদ হোসেন, সমবায়ী খান গোলাম মর্শিদ, মোদাশ্বের মল্লিক প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা ও সমবায়ীরা উপস্থিত ছিলেন। #