ফকিরহাটে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক -১
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাট জেলা ফকিরহাট মডেল থানার মাদক বিরোধী অভিযানে ৫০০(পাচশত) গ্রাম গাজা উদ্ধারসহ একজন আসামী গ্রেফতার!মোঃ তৌহিদুল আরিফ, পুলিশ সুপার, বাগেরহাট জেলা মহোদয়ের নির্দেশনায় আব্দুর রাজ্জাক মীর, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফকিরহাট মডেল থানা বাগেরহাট এর নেতৃত্বে এসআই(নিঃ)/মেহেদী হাসান মিশন এবং এসআই (নিঃ)/মানিক রাজবংশী ও সঙ্গীয় ফোর্স সহ অদ্য ১এপ্রিল ২০২৫ খ্রিঃ ১২.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ফকিরহাট থানাধীন ০৩ নং পিলজংগ ইউনিয়নের অন্তর্গত বালিয়াডাংগা হইতে পাগলা দিয়াপাড়া রোডের বালিয়াডাংগা গ্রামস্থ আব্দুল রশিদের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১।শেখ ইসলাম (২৫), পিতা-শেখ মান্নান,সাং-বালিয়াডাংগা,থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট ৫০০(পাচশত)গ্রাম গাজা উদ্ধার পূর্বক জব্দ। মামলা রুজু প্রক্রিয়াধীন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর সাংবাদিকদের বলেন মদক বিরোধী অভিযান চলছে তবে এলাকাবাসী তথ্য দিয়ে সহযোগিতা করলে খুব দ্রুত মাদক মুক্ত ফকিরহাট গড়ার চেষ্টা করবো