ফকিরহাটে স্কুলছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
মোঃ হাফিজুর রহমান
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শিরিন হক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রি গলায় ফাস দিয়ে আত্মহত্য করেছে বলে জানা গেছে।
পরিবারিক ও স্থানীয়দের জানান ঐ ছাত্রী বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে । সে শিরীণ হক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মরিয়াম আক্তার (১৭)। পরিবারের দাবি, কানের যন্ত্রণা সইতে না পেরে সে আত্মহত্যা করে।
মৃত্যু ছাত্রী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামের মো. মনিরুল ইসলামের মেয়ে।
পুলিশ জানায়, আট্টাকী ভাড়া বাড়িতে মো. মনিরুল ইসলামের মেয়ে মরিয়াম আক্তারকে বুধবার (২১ জুন) রাত ১১টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না বলে জানায় পরিবার।
মৃতর পরিবার জানান, মরিয়াম আক্তার শ্রবণ প্রতিবন্ধী ও দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিল। সে প্রায় সময় কানের যন্ত্রণায় ছটফট করত। এই কষ্ট সহ্য করতে না পেরে আত্ম হত্যাকরেছে। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছে,বলে তারা জানায়।
স্থানীয় ইউপি সদস্য শেখ রফিকুল ইসলাম জানান, ওই ছাত্রীর বাবা ফকিরহাট বাজারে জুতার ব্যবসার সুবাদে আট্টাকী গ্রামে এক ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরপর মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মো. মনিরুল ইসলাম থানায় একটি অপমৃত্যু মামলা করেন।##