ফকিরহাটে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু
মোঃ হাফিজুর রহমান বিশেষ প্রতিনিধি :
দেশের অন্যান্য স্থানের ন্যায় বাগেরহাটের ফকিরহাটে রোববার (৩০ এপ্রিল) থেকে এসএসসি ও সমামান পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথমদিন সুষ্ঠ, সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এদিন মোট পরীক্ষার্থীর ১৬জন অনুপোস্থিত ছিল বলে উপজেলা শিক্ষা বিভাগ জানিয়েছে।পরীক্ষা চলাকালিন সময়ে ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী ও সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা পরীক্ষা কেন্দ্র ও ভৈন্যু পরিদর্শন করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ফকিরহাটে এবার ৪টি কেন্দ্রে ও ২টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে রয়েছে মূলঘর সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, এর ভেন্যু শিরীণ হক পইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেতাগা ইউনাইটেট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, এর ভেন্যু বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র ও মূলঘর সাকিনা আজহার টেকনিক্যাল কলেজ কেন্দ্র। এরমধ্যে এসএসসি মূলঘর কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯১৭, বেতাগা ইউনইটেট কেন্দ্রে ৫৫২জন, এছাড়া দাখিল পরীক্ষার্থী রয়েছে ১৯৬জন এবং কারিগরি বিভাগ থেকে রয়েছে ১৪৮জন।ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামান বলেন, এবছর ৩০টি মাধ্যমিক বিদ্যালয়, ৯টি মাদ্রাসা ও ১টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৮১৩জন পরীক্ষার্থীর মধ্যে প্রথমদিনে ১৬জন পরীক্ষার্থী অনুপোস্থিত ছিল। #