ফকিরহাটে সরকারি গোডাউন মোড়ের বিশ্বরোড সংলগ্নের রাস্তার পাশ মের্সাস হুদা ট্রেডার্সের দখলে।
নিজস্ব প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ফকিরহাট সরকারি গোডাউন মোড় এলাকার খুলনা মাওয়া মহা সড়কের সাথে মিশে আছে গুরুত্বপূর্ণ ৩ টি বাইপাস সড়ক ফকিরহাট বাজার থেকে বিশ্ব রোড পাইকপাড়া কাঁঠাল তলা থেকে এসে বিশ্ব রোড ব্রাহ্মণরাগদিয়া থেকে বিশ্ব রোড উঠেছে এই গুরুত্বপূর্ণ মোড়ের পাশে সরকারি রাস্তার পাশে মের্সাস হুদা ট্রেডার্সের ইট বালু রাখার কারণে রোড এক্সিডেন্টের কারণ হতে পারে।
এ বিষয়ে পথচারী মোঃ আরিফুল ইসলাম বলেন ও মোঃ মমিন ইসলাম সাক্ষাৎকারে বলেন এই ইট বালু রাখার কারণে খুলনা থেকে ঢাকা মাওয়া রুটের চলাচল করার যানবহন গুলো আসার সময় ফকিরহাট বাজার থেকে বিশ্ব রোড ওঠার সময় যানবহন গুলো দেখা যায় না ফলে এই গুরুত্বপূর্ণ মোড়ে প্রতিনিয়ত এক্সিডেন্ট করে পথচারী নিহত ও আহত হচ্ছে গত সপ্তাহে একজন এই মোড়ে নিহত হয়েছে ফকিরহাট উপজেলা প্রশাসনের প্রতি বিশেষ ভাবে অনুরোধ করেছেন অতি দ্রুত এই ইট বালু সরিয়ে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করুন।
এ বিষয়ে মের্সাস হুদা ট্রেডার্সের মালিক মোঃ হাবিবের
কাছে বিষয়টি জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফা বেগম নেলীর সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয় টা জানতাম না তবে এখন জানতে পেরেছি আমি অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।