ফকিরহাটে বোরো ধানের আগাম বীজতলায় খুশি চাষীরা
মোঃ হাফিজুর রহমান ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে শীত মৌসুমে বোরো ধান চাষাবাদের জন্য সরকারি প্রনোদনার বীজ দিয়েছে কৃষি বিভাগ। মৌসুমের শুরুতেই বোরো ধানের বীজ পেয়ে সময় মতো বীজতলা তৈরি করতে পেরে খুশি চাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উচ্চফলনশীল ও ভালো মানের ফসল উৎপাদনের জন্য উপজেলার ৫হাজার ৪০০ জন চাষীকে বোরো ধানের হাইব্রিড বীজ দেয়া হয়েছে। এছাড়া প্রকল্পের আওতায় ২০০ জন চাষীকে উফশি জাতের বোরো ধানের বীজ প্রদান করা হয়েছে। কৃষি অফিসের সরবরাহকৃত এসব বীজ থেকে চাষিরা বীজতলা তৈরি করেছে। ভালো অঙ্কুরদগমন হওয়ায় খুশি চাষিরা। এবছর মাঠ পর্যায়ে হীরা-২, ব্যাবিলন, এসএলএইটএইচ, সিনজেন্টা ১২০৫, শক্তি, ময়না, তেজগোল্ড, জনক রাজ, হীরা-৬, সাথী, আলোড়ন, ব্রি-৮৯, ব্রি-৯৯, ব্রি-১০০ জাতের ধান চাষ করছে কৃষক।চলতি বছর ৮হাজার ৫১৯ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এ লক্ষ্যে ৪১০ হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত করেছে চাষিরা। কৃষি বিভাগ থেকে সার অষুধসহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা।উপজেলার বারাশিয়া, আট্টাকীসহ বিভিন্ন এলাকার চাষি শেখ হায়দার, শেখ ফিরোজ হোসেন, কবির মল্লিকসহ অনেকে জানান, শীতের প্রকোপ কম থাকায় বীজতলা ভালো হয়েছে। আগাম প্রনোদনার বীজ পাওয়ায় এটি সম্ভব হয়েছে। উৎপাদিত ধানের চারা রোপনের জন্য মাঠ প্রস্তুত করা হচ্ছে বলে জানান তারা। উপজেলা কৃষি কর্মকর্তা সেখ সাখাওয়াত হোসেন জানান, সরকারি বোরো ধানের বীজ সময় মত হাতে পেয়ে কৃষকদের মাঝে বিতরণ করেছেন। ফলে আগাম বীজতলা তৈরি, রোপন ও ফসল ঘরে তুলতে পারবে চাষীরা। এতে চাষীরা উপকৃত হবে। কৃষকদের মাঝে সময় মতো বীজ ধান দিতে পেরে তিনিও খুশি বলে জানান। #