ফকিরহাটে বিশিষ্ট পান ব্যবসায়ী জয়দেব সাহা আর নেই
মোঃ হাফিজুর রহমান ফকিরহাট (বাগেরহাট) :
বাগেরহাটের ফকিরহাটে বিশিষ্ট পান ব্যবসায়ী জয়দেব সাহা (৫৮) রাস্তার উপর পড়ে মাথায় ইটের আঘাত লেগে মারা গেছেন। উপজেলার মানসা বাজারের পানের হাটে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার মানসা সাহাপাড়া গ্রামের কালিপদ সাহার ছেলে।
মৃতের পরিবার ও পান ব্যবসায়ীরা জানান, সোমবার (১লা জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার মানসা বাজার পানের হাটে জয়দেব সাহা পান ক্রয় করেন। এসময় হটাৎ তিনি মাথা ঘুরে রাস্তার উপর পড়ে যান। এতে রাস্তার ইটের সাথে তার মাথায় সাজোরে আঘাত লাগে। এ ঘটনায় তিনি গুরুত্বর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক জয়দেব সাহাকে মৃত বলে ঘোষনা করেন।
এদিকে তার মুত্যুর খবর ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখার জন্য সর্বস্তরের মানুষ তার বাড়িতে এসে উপস্থিত হন। জয়দেব সাহা মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংক্য গুনগ্রাহী রেখে
গেছেন। #