ফকিরহাটে বিনামূল্যে ধানের বীজ পাচ্ছেন ৫৪০০ কৃষক
মোঃ হাফিজুর রহমান ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষকদের মাঝে রবি মৌসুমে বোরো ধান (হাইব্রিড জাত) বীজ সহায়তা বাবদ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫৪০০ কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে ধানের হাইব্রিড ধান বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষকদের হাতে ধানের বীজ তুলে দেন সহকারী কমিশনার (ভ‚মি) এএসএম শাহনেওয়াজ মেহেদী। অনুষ্ঠানের সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন স্বাগত বক্তব্য রাখেন।
উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরত জাহানের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান, জ্যোষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতিকনা দাস, কাজি আজহার আলি কলেজের পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি অধ্যাপক এমডি মোবাশ্বের হোসেন, আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ মোফাজ্জেল হায়দার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নীল রতন রায়, কৃষক প্রতিনিধি নুরজাহান খাতুন প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৫৪০০ কৃষক-কৃষাণীদের মাঝে দুই কেজি করে মোট ১০হাজার ৮’শ কেজি হাইব্রিড ধানের বীজ দেয়া হবে। #