ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষির মৃত্যু
মোঃ হাফিজুর রহমান
বাগেরহাটের ফকিরহাটে মটর দিয়ে পানি উঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদাউস শেখ (২৫) নামে এক মৎস্য চাষি মারা গেছেন। ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদাউস ভবনা গ্রামের আলফাজ শেখের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ফেরদাউস শেখ মটর দিয়ে পানি উঠানোর জন্য গোয়ালঘরে যান। এসময় যান্ত্রিক ক্রটির কারনে মটর দিয়ে পানি না উঠায় মটরের লাইন চেক করার সময় বৈদ্যুতিক তারে তিনি বিদ্যুতায়িত হন। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। #