ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় এক সার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার সন্ধ্যায় খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট মিত্রবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেব আলী সরদার (৫২) সার ব্যবসায়ী ছিলেন। তিনি উপজেলার পাগলা-দেয়াপাড়া গ্রামের জাফর সরদারের ছেলে।ভ্যানযাত্রী নাজিয়া বেগম (১৮) এবং শাকিল আহম্মেদ আহত হয়েছেন।মোল্লাহাট হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হাসানুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় ঢাকাগামী একটি প্রাইভেটকার ভ্যানটিকে ধাক্কা দিলে এর যাত্রীরা ছিটকে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাহেব আলীকে মৃত ঘোষণা করেন।ফকিরহাট মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলছে।