ফকিরহাটে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ মেলায় উপকার ভোগিদের মাঝে ঋণ বিতরণ
মোঃ জিবাদুল ইসলাম ফকিরহাট প্রতিনিধি :
ফকিরহাটে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় ৭১জন উপকারভোগিকে মোট ১ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৪ মে) দিনব্যাপি এ মেলায় কৃষি ব্যাংক, ইসলামী
ব্যাংক পূবালী ব্যাংক, ইউসিবি ব্যাংক লিমিটেড সহ ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহন করে। এদিন বিভিন্ন ব্যাংকের উদ্যোগে কৃষি, মৎস্য সহ বিভিন্ন খামারী ও ব্যবসায়িদের মাঝে এই ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। সভাপতিত্ব করেন
সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার। বিশেষ অথিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস
চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা
শেখ শাখাওয়াত হোসেন।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, মৎস্য কর্মকর্তা জ্যোতিকনা দাস, কৃষি ব্যাংক ফকিরহাট শাখা ব্যবস্থাপক মো. মুজিবুর রহমান
সহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংক কর্মকর্তা কাজী আব্দুল ওহাব। #