ফকিরহাটে পৃথক প্রতিপক্ষের হামলায় দুইজন আহত
মোঃ হাফিজুর রহমান :
ফকিরহাট উপজেলার নলধা ও চাকুলী এলাকায় পৃথক প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় আছেন। ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের ব্রহ্মডাঙ্গা গ্রামের বাসিন্দা মৎস্য ব্যবসায়ি মাইকেল মধুসুদন অধিকারী (৪৬) নিজ বাড়ি থেকে ফকিরহাট বাজারে আসার পথে নলধা এলাকায় পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে ৩/৪জন মিলিত হয়ে প্রতিপক্ষরা তাকে মারপিট করে আহত করে। এসময় প্রতিপক্ষরা মাইকেল মধুসুদন অধিকারীর কাছে থাকা নগদ টাকা ও সোনার চেন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন। বুধবার সকালে নলধা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। আহত মাইকেল মুধুসুদন ব্রহ্মডাঙ্গা গ্রামের মৃত মহেন্দ্রনাথ অধিকারীর ছেলে। এ ব্যাপারে আহতের স্ত্রী জয়ন্তী অধিকারী বাদী হয়ে ফকিরহাট মডেল থানা পুলিশের নিকট লিখিত অভিযোগ করেন বলে ভুক্তভোগী পরিবার জানান। অপরদিকে, বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. আনোয়ার শিকারী (৪২) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। আহত আনোয়ার শিকারী চাকুলী গ্রামের ফজলুর রহমান শিকারীর ছেলে। আহতের পরিবার জানান, প্রতিপক্ষরা ৪/৫জন মিলিত হয়ে জোর পূর্বক বাড়িতে প্রবেশ করে আনোয়ার শিকারীকে মারপিট করে বলে অভিযোগ করেন। এ ব্যাপারে ভুক্তভোগী নিজ ঘটনার রাতে ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ করে বলে জানান।