মোঃ হাফিজুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ
বাগেরহাটের ফকিরহাটে পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে গাজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।
পুলিশ জানায়, বুধবার সকালে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ গোয়েন্দা শাখার ইন্সপেক্টর
মোসা: রাফিজা খাতুনের নেতৃত্বে একটি দল উপজেলার মাসকাটা এলাকায় অভিযান চালিয়ে আমিনুর শেখ (২৩) কে আটক করেছে। এসময় আটককৃত মাদককারবারির স্বীকারোক্তিতে আঁধা কেজি গাজা উদ্ধার করেছে। সে মাসকাটা গ্রামের মো. হামিদ শেখের ছেলে। অপরদিকে, একই দিন বিকেলে বাহিরদিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই শেখ মাফুজার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল লালচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে শেখ মাসুম বিল্লাহ (৩৩) কে আটক করেছে। এসময় তার দেহ তল্লাশী করে ৮পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। সে লালচন্দ্রপুর গ্রামের মৃত আ. বারির ছেলে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চত করে বলেন এ ব্যাপারে
সংশ্লিষ্ট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্তণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। আটককৃদের বাগেরহাট
আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।