ফকিরহাটে পুলিশের অভিযানে ইয়াবাসহ
কারবারি আটক-১
মোঃ হাফিজুর রহমান :
ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ মো. ইব্রাহিম
(৫৫) কে আটক করেছে। আটককৃত মাদককারবারি মো. ইব্রাহিম যাত্রাপুরের লাউপালা গ্রামের
মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৯ মে) রাত ৯টার দিকে গোপানে সংবাদ পেয়ে থানা পুলিশের
উপপরিদর্শক (এসআই) মাসুদ তালুকদার ও এএসআই আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশের একটি
দল সিংগাতী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মাদককারবারি মো. ইব্রাহিমকে আটক
করে। তার দেহ তল্লাশি করে একশ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে
একটি মামলা হয়েছে। আটককৃত আসামীকে বুধবার (১০ মে) সকালে বাগেরহাট আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। #