ফকিরহাটে পরিবহনের চাপায় বাইসাইকেল
চালক নিহত
নিজস্ব প্রতিনিধি
ফকিরহাট উপজেলার কাঠালতলা এলাকায় পরিবহনের চাপায় অজ্ঞাত বাইসাইকেল চালক
(৬০) নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাটের কাঠালতলা এলাকায় মঙ্গলবার (২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে অজ্ঞাত ওই বাইসাইকেল চালক রাস্তা পার হচ্ছিল। এসময় খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি পরিবহন তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে
নিহত হন। ঘাতক পরিহনটি পালিয়ে গেছে। ঘটনার পর মহাসড়কে আঁধাঘন্টা যানবাহন চলাচল
বন্ধ ছিল। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করেন।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এখনো মরদেহের
পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়া গেলে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর
করা হবে। #