মোঃ হাফিজুর রহমান ভ্রাম্যমাণ প্রতিনিধি :
ফকিরহাট উপজেলা দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণের লক্ষ্যে দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (২১ মে) উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে রিসোর্স পারসন ছিলেন দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর (গবেষণা ও প্রশিক্ষণ) এর পরিচালক ও যুগ্ম সচিব মো: আব্দুল্লাহ আল-মামুন। উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। এসময় আরো উপস্থিত ছিলেন এসিল্যান্ড বিধান কান্তি হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, ৮ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন ইউপি সদস্য ও গনমাধ্যমকর্মী।