ফকিরহাটে জেলেদের জাল ও ২০টি ঘরসহ ৪০টি
ছাগল বিতরণ
মোঃ হাফিজুর রহমান :
ফকিরহাটে দেশীয় প্রজাতীর মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায়
প্রান্তিক পর্যায়ে মৎস্য জীবিদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুফলভোগী
জেলে/মৎস্যজীবীদের ছাগল পাল করার ঘরসহ ছাগল বিতরণ করা হয়েছে। একই সাথে ৪০জন জেলেকে
জাল বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বুধবার (১০ মে) দুপুর ২টায় উপজেলা অডিটোরিয়াম
চত্ত্বরে এদিন ২০জন কার্ডধারি জেলেদের ছাগল পালন করার জন্য ২০টি ঘর ও প্রত্যেককে ২টি করে
মোট ৪০টি স্ত্রী ছাগল বিতরণ করা হয়েছে। এছাড়া এদিন ৪০জন জেলেকে মোট ২হাজার ৭২০
মিটার জাল প্রদান করা হয়েছে।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা
জ্যোতি কনা দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।