ফকিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃ হাফিজুর রহমান (বাগেরহাট) জেলা প্রতিনিধি:
বাগেরহাটে জেলার ফকিরহাট উপজেলায় ফকিরহাটে দুই দিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবি ও সোমবার উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়সমূহের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, মানসম্মত ও সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়সমূহের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব শোভা রায়, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অরূপ কুমার নস্কর। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মামুন হোসেন।
এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি মাস্টার মুস্তাফিজুর রহমান, বাহিরদিয়া ইউনিয়নের সদস্য সচিব মোহাম্মদ শেখ মিজানুর রহমান, বিএনপি নেতা মো. আলমগীর কবির, বাহিরদিয়া মানসা ইউনিয়ন বিএনপির নেতা মোড়ল মো. মতিয়ার রহমান, বিএনপি নেতা কাজী শাহেন শাহ মিঠুন প্রমূখ।