ফকিরহাটে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা বিষয়ক সমন্বয় সভা
মোঃ হাফিজুর রহমান ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদেরকে জরায়ু ক্যান্সার রোধে এইচপিভি টিকার বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মফিদুল ইসলামের এর সভাপতিত্বে এ সমন্বয় সভা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কোহিনুর জাহান।
এসময়ে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার শোভা রায়, উপজেলা সমাজ সেবা অফিসার অতীশ সরদার, ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জমান, ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের অধ্যাক্ষ মোফাজ্জল হায়দার, স্যানেটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, মেডিকেল টেকনোলজিস্ট মো. কামাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা। #