প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৪, ৫:৫৬ এ.এম
ফকিরহাটে একাধিক মামলার আসামী এবার গাঁজাসহ গ্রেপ্তার
ফকিরহাটে একাধিক মামলার আসামী এবার গাঁজাসহ গ্রেপ্তার
মোঃ হাফিজুর রহমান ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে একাধিক মাদক মামলার আসামীকে এবার গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে বুধবার (১৩ নভেম্বর) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারী মনির শেখ (৪৫) উপজেলার বারাশিয়া এলাকার মৃত হামিদ শেখের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল বারাশিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মনির মাদক কারবারী মনির শেখকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে।
এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরো দুই মাদক কারবারী পালিয়ে গেছে। তারা হলেন চাকুলী এলাকার রাজন শিকারী এবং একই এলাকার মিরুজুল নিকারী।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, মাদক কারবারী তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। এরমধ্যে গ্রেপ্তারকৃত মাদক কারবারী মনির শেখের বিরুদ্ধে এর আগে থানায় ১৬টি মাদক মামলা আছে। অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে। মাদক নিমূল্যে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। #
Copyright © 2024 Amar Sangbad Pratidin. All rights reserved.