ফকিরহাটে ইয়াবা ও গাজা সহ মাদক বিক্রেতা আটক
মোঃ হাফিজুর রহমান
বাগেরহাটের ফকিরহাটে ইয়াবা ট্যাবলেট ও গাজাসহ মাদক বিক্রেতা শেখ বাবু (৩২) কে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় গোয়েন্দা শাখা কার্যালয়ের একটি দল। মঙ্গলবার সন্ধ্যায় ফকিরহাট সদর উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করে। এসময় আটক শেখ বাবুর দেহ তল্লাশী করে ২গ্রাম গাজা ও ৭পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় গোয়েন্দা শাখা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) রাফিজা খাতুন বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা করেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন আটক আসামীকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে আমাদের চিরুনি অভিযান চলছে এবং চলবে আমাদের টার্গেট হচ্ছে মাদক মুক্ত সমাজ গড়া