ফকিরহাটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি :
ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ আরফাত হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সে খুলনার রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অনুপ রায়, এএসআই আব্দুল্লাহ আল মামুন ও এএসআই একে আজাদ সহ পুলিশের একটি দল মঙ্গলবার রাতে উপজেলার আট্টাকী এলাকায় অভিযান রিচালনা করেন। অভিযানে আরফাত হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তার শরীর তল্লাশী করে ৪০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বুধবার সকালে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। #