ফকিরহাটে আন্তর্জাতিক প্রশমন দিবস পালিত
মোঃ হাফিজুর রহমান ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে “আগামী প্রজন্ম সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় র্যালি উপজেলা পরিষদ ভবন চত্তর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউএনও কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা।
ফকিরহাট মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. ওহিদুর ইসলাম, ফায়ার সার্ভিসের গ্রæপ লিডার মো. মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজান মিয়া, সাংবাদিক মান্না দে, শেখ সৈয়দ আলী। এসময় সাংবাদিক শেখ আসাদুজ্জামান, এম জাকির হোসেন, সাগর মল্লিক, সৈয়দ জালিস মাহমুদসহ ফায়ার সার্ভিসের সদস্যগন উপস্থিত ছিলেন। #