ফকিরহাটে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত
মোঃ হাফিজুর রহমান:
ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে-২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (২৩ জুলাই) দিনব্যাপি নানা কর্মসূচী পালিত হয়।
পাবলিক সার্ভিস ডে উপলক্ষ্যে সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এরপর বিভিন্ন সরকারি দপ্তরের জনসেবাসমূহের প্রদশর্নী, সরকারি আর্থিক সহযোগিতা চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফকিরহাটের সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাশ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান প্রমূখ।
এবারের প্রতিপাদ্য বিষয় ‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’। সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকমন্ডনী ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।