ফকিরহাটে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি :
ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদে সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব আশীষ কুমার ব্যানার্জী।এসময় ইউপি সদস্য শেখ শহীদুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, শেখ আ. রহমান, শেখ মোস্তাকিন, জগরুল হায়দার বাবু, সুমন মল্লিক, মো. মহিউদ্দিন মফি, মোশারেফ হোসেন, নারী ইউপি সদস্য (সংরক্ষিত) লিমা বেগম, শিউলি বেগম, সাথি বেগম উপস্থিত ছিলেন। #