ফকিরহাটে অজানা রোগে ঘেরের মাছ মরে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি
মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি :
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি ফকির দাউদ হায়দার বাবুর ঘেরে অজানা এক রোগে চিংড়ি মাছ মরে ব্যপক ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্থ দাউদ হায়দার বাবু জানান, কেন্দুয়া বিলে ৯ বিঘা জমিতে দীর্ঘদিন যাবৎ ঘের করে গলদা চিংড়ি চাষ করে আসছে। বুধবার সকালে তিনি ওই ঘেরে যান।এসময় তিনি দেখতে পান তার ঘেরের মাছ মরে গেছে। এতে তার ৫লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান। তার ধারনা মতে, বেশকিছুদিন অনাবৃষ্টি আর তীব্র গরমের পর হঠাৎ করে ভারী বৃষ্টি ফলে এই মাছ মারা যেতে পারে। তবে প্রতিটা মাছ চাষীদের আশা থাকে লাভবান হবে তেমন আমার ও ছিল এবছর আমার অনেক লাভ হবে কিন্তু সব কিছু শেষ হয়ে গেল এক নিমেষে