ফকিরহাটের ছেলে তানভীর ব্যাডমিন্টনে সারা দেশে চ্যাম্পিয়ন
মোঃ হাফিজুর রহমান
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ফকিরহাট সদর ইউনিয়নের বাসিন্দা মো. তানভীর রহমান (১২) ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (৩০ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় শিশু একাডেমী আয়োজিত প্রতিযোগিতা ২০২৩-এ সে চ্যাম্পিয়ন হয়েছে।
মো. তানভীর রহমান বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা কে আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার পিতার নাম শেখ রফিকুল ইসলাম। জাতীয় পর্যায়ে সাফল্যের পেছনে তার কোচ শেখ জাহিদুল ইসলাম টুকুর অবদান রয়েছে বলে জানান তানভীরের পরিবার।
বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত জাতীয় শিশু একাডেমী আয়োজিত প্রতিযোগিতা ২০২২-এ তানভীর দেশের জাতীয় পর্যায়ে রানারআপ হয়েছিল। #