ফকিরহাটের কাঠালবাড়িয়া ষাটোর্ধ্ব নারীর আত্মহত্যা
মোঃ হাফিজুর রহমান
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘরের কাঠালবাড়িয়া এলাকায় উর্মিলা হীরা (৬২) নামের ষাটোর্ধ্ব এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ও মৃতের পরিবার জানান, মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী ঘরের আড়ার সাথে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিটক হস্তান্তর করেন। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা সঠিকভাবে জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় মৃতের ভাই শৈলেন্দ্রনাথ হীরা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু আলীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। ###