ফকিরহাটের ইউএনওর অপসাররে দাবী জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
মোঃ হাফিজুর রহমান ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন এর অপসারণের দাবীতে ফকিরহাট জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ফকিরহাট মডেল মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদে গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জামায়াতের নেতাকর্মীরা বলেন, ‘পাঁচ তারখের পর সেনাপ্রধান, উপদেষ্টাসহ সকলে জামায়াতের সাথে আলোচনা ও সভা করেছেন। কিন্তু ফকিরহাটের ইউএনও আইনশৃঙ্খলা মাসিক সভায় রাজনৈতিক ব্যক্তিদের বাদ দিয়ে বিনা ভোটের চেয়ারম্যানদের ডেকেছেন। তিনি ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসরদের পূর্নবাসনে কাজ করে যাচ্ছেন। এই ইউএনও’র অপসারণ করা হোক।’
এসময়ে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারি আবুল আলা মাসুম, সহকারী সেক্রেটারী সুমন হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুস্তাফিজুর রহমান, শিবির সভাপতি আবু আইয়ুব আনছারী, যুব বিভাগীয় সভাপতি আজিজুল ইসলাম, অধ্যাপক ফরহাদ হোসেন, মাওলানা মোফাজ্জল হায়দার, মাওলানা মোতালেব হোসেন সহ সকল নেতাকর্মীরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন জানান, গত সোমবার উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ে মাসিক সভায় ইউপি চেয়ারম্যানসহ উপস্থিত ব্যক্তিবর্গ দলীয় বিবেচনায় আমন্ত্রণ জানানো হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে জানিয়েছে আইন শৃঙ্খলা সভায় কারা থাকবে। তবে আমরা সামনের মাসে আইন শৃঙ্খলা সভায় সকল সুধীজনদের আমন্ত্রণ জানাবো। #