প্রেসক্লাব গোপালগঞ্জ এর আজীবন সদস্য হলেন শেখ ফজলুল করিম (এম,পি)
মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
প্রেসক্লাব গোপালগঞ্জের প্রধান উপদেষ্টা বঙ্গবন্ধুর ভাগিনা বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য গোপালগঞ্জ ২ আসনের বারবার নির্বাাচিত এম,পি, গোপালগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি কে গোপালগঞ্জ সকল সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে প্রেসক্লাব গোপালগঞ্জ এর আজীবন সদস্য করা হয়।
প্রেসক্লাব গোপালগঞ্জের হল রুমে সকল সাংবাদিকদের উপস্থিতিতে প্রেসক্লাাবের আজীবন সদস্য ঘোষণা করেন ক্লাবের সভাপতি জোবায়ের হোসেন। গোপালগঞ্জের প্রানের নেতাকে আজীবন সদস্য করায় সকল সাংবাদিকরা আনন্দ প্রকাশ সহ মিষ্টি বিতরনে অংশ নেয় ।