সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
জমি বিক্রির পাওনা টাকা দেয়ার কথা বলে ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার বাসিন্ধা শহর আওয়ামীলীগ নেতা রিপন মল্লিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০ টায় ৯৯৯ খবর পেয়ে রিপনের প্রতিবেশী শিরিন আক্তার সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রী ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রিপন মল্লিক শহর আওয়ামী লীগের ১নং সদস্য বলে জানাগেছে। তিনি ঐ এলাকার মৃত আবদুল মল্লিকের বড় ছেলে। ঘটনাস্থল পরিদর্শন শেষে এটি একটি হত্যাকান্ড বলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহিতুল ইসলাম গনমাধ্যমকে জানিয়েছে পুলিশ। পাওনা টাকার সম্পর্কের কারণে এঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে।
প্রতিবেশী হারিছ হোসেন বলেন, ‘রাত সারে ১০ টায় শিরিন তার ঘরের ভিতর থেকে ডাক চিৎকার দিচ্ছিলো। এসময় আমিসহ আশপাশের মানুষ ঘরে ঢুকে দেখি রিপন মল্লিক ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পরে ছিলো। সবাই মিলে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে আগেই মারা গেছে বলে নিশ্চিত করেন। তারপর আমরা রিপনের লাশ তার বাসায় পাঠিয়ে দেই।’
এদিকে গতরাতেই ভিকটিম এর প্রতিবেশী সৌদি প্রবাসী কামাল হোসেন এর স্ত্রী শিরিন বেগমকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহিতুল ইসলাম বলেন, রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের উদ্দোগ নিয়েছে। তদন্ত শেষে পরবর্তি আইনগত ব্যাবস্থা নেয়ার কথা জানায় পুলিশের ওই কর্মকর্তা।