প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে জেলা আওয়ামীলীগ নেতা সুকর্নের গনসংযোগ
সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার , খুলনা //
খুলনা জেলার তেরখাদা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে গনসংযোগ এবং পথসভা করেন ১০২ , খুলনা-৪ আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম মোস্তাফা রশিদী সুজা ( এমপি ) 'র যোগ্য পুত্র এসএম খালেদীন রশিদী সুকর্ন।
তিনি ১২ জুলাই ~২০২৩ইংরেজি বুধবার বিকালে তেরখাদা উপজেলার তেরখাদা বাজার এলাকায় গনসংযোগ ও পথসভা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন।
এ সময় খালেদীন রশিদীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হোসনেয়ারা চম্পা, রূপসা উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আঃ গফুর খাঁন, খুলনা জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ হোসেন , বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুর রহমান , বাবু সুনীল কুমার সাহা , সরদার আমির হোসেন , নকিব সরদার , হুমায়ূন কবীর , আলী মিয়া , মোঃ নেসার উদ্দীন , বদিউজ্জামান , চৌধূরী আবুল খায়ের , ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ইউসুফ শেখ , সাধারন সম্পাদক সোহেল ফকির , রাসেল মোল্যা , কৃষকলীগ নেতা লাভলু ফকির , যুবলীগ নেতা মোঃ লিঠু মুসাল্লি , তহিদুল ইসলাম , তহিদুল ইসলাম , মুরাদ শেখ , সাবেক ছাত্রনেতা রিয়াজ শেখ , জেলা ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড় , ইয়াসির আরাফাত খাঁন , বাধন হালদার , বদিউজ্জামান লিঠু ,শিমূল দেবনাথ , ছাত্রলীগের সহ-সভাপতি অলিদ মোল্যা , রনি ফকির , সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান , এফএম শরিফুল ইসলাম , এফএম আজিজুল ইসলাম , মোঃ সুফিয়ান মোল্যা , হাবিব লস্কর , সাদ্দাম হোসেন , পান্জু শিকদার , বাচ্চু শেখ, রায়হান মীর , মোস্তাফিজুর রহমান ,বায়জিদ ফকির , বাহার মোল্যা প্রমূখ।
এরপর তিনি তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলনা জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক বদিউজ্জামান লিঠুর অসু্স্থ সহধর্মিণীকে দেখতে যান।