প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
পাবনা জেলা প্রতিনিধি:
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে। মর্ত্যলোক ছেড়ে বিদায় নেবেন মা। অশ্রুসজল চোখে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিসর্জন দেবেন প্রতিমা।
বিজয়া দশমীতে সারা দেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে বিজয়ার শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। সর্বত্র বিসর্জন শেষে ভক্তরা শান্তিজল গ্রহণ করবেন। বাদ্য-বাজনা, মন্ত্রোচ্চারণ ও পূজা-অর্চনার মধ্য পাবনা পৌর শহরের বিভিন্ন সড়ক বিশেষ করে আব্দুল হামিদ সড়ক বিজয়ার শোভাযাত্রার এক মিলন মেলায় পরিণত হয়। এর পর পৌর শহরের তালতলা পুকুরসহ পৌর শহরের ৫টি পয়েন্টে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
এদিকে বিজয়ার শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে পাবনা জেলা পুলিশ।