মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ– ১৩ নভেম্বর ২০২৩ রোজ সোমবার গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সুযোগ্যতম সভাপতি, গনতন্ত্রের মানস কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র খুলনায় শুভাগমন উপলক্ষ্যে জনসমাবেশ সফল করার লক্ষ্যে ভোর থেকেই খুলনার বিভিন্ন উপজেলার গ্রাম গঞ্জ থেকে লঞ্চ, বাস ও ট্রলারে করে নেতা কর্মীরা সভা স্থানে যেতে শুরু করেছে।
খুলনার সুন্দর বন ঘেষা দাকোপ উপজেলার লাউডোব, বাজুয়া, বানিশান্তা, কৈলাশগঞ্জ, তিলডাঙ্গা, কামারখোলা, নলিয়ান বাজার, পানখালি ইউনিয়নসহ উপজেলার বটিয়াঘাটা, পাইকগাছা, ডুমুরিয়া, ফুলতলা, রুপসা, দিঘলিয়া উপজেলার সকল এলাকা থেকে এভাবেই ভোর থেকে নেতা-কর্মীরা সভা স্থানে যেতে ভীড় জমিয়েছে। খুলনার দুর দুরান্ত থেকে নেতা-কর্মীরা এভাবেই ছুটছে তাদের প্রাণ প্রিয় নেত্রী বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কাছ থেকে একবার দেখার জন্য। তাই খেয়ে না খেয়ে ভোর থেকেই এভাবে ছুটছে নেতাকর্মীরা।
দাকোপ উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন বলেন আমরা সভা স্থানে যাওয়ার জন্য লঞ্চের ব্যবস্থা করেছি তাই ভোর থেকেই নেতা কর্মীরা এসে ভীড় জমিয়েছে এবং আনন্দের সাথে লঞ্চে উঠছে মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার খুলনা সার্কিট হাউজ মাঠে জনসভায় যোগদানের উদ্দ্যেশে দাকোপ উপজেলা আওয়ামীলীগের ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে নিয়ে একযোগে রওনা হলাম। সফল হোক সার্থক হোক আজকের জনসভা জিতবে আবার নৌকা। জয় বাংলা জয় বঙ্গবন্ধু