মোঃ শামীম হোসেন – খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ- শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা স্লোগানকে সামনে রেখে শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে দাকোপ উপজেলার প্রতিটি মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের করণীয় সম্পর্কিত ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বলেন, উপজেলায় এবার ৮৪ টি পূজা মন্ডপে পুজা অনুষ্ঠিত হচ্ছে। পুলিশের পাশাপাশি ৫০৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। আনসার সদস্যরা জানান তারা সতর্কতার সাথে দ্বায়িত্ব পালন করছে। পূজায় কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। দিগরাজ দুর্গা মন্ডপে ডিউটি পালন অবস্থায় কথা দাকোপের বাজুয়ার রাসেল শেখের সাথে সে বলে আমি ও নজরুল মল্লিক আমরা দুই জনে এখানে ডিউটি করতে এসেছি। খুবই সুন্দর ভাবে এখানে পূজা অনুষ্ঠিত হচ্ছে আমরা সতর্কতার সাথে দায়িত্ব পালন করছি।