পুলিশ সুপারের সাথে ঝালকাঠি জেলা সাংবাদিক সংস্থার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলা সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মে) বিকাল ৩ টায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এর সাথে তার কার্যালয়ে সংস্থার সভাপতি মোঃ এমদাদুল হক স্বপন ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোঃ নুরুজ্জামান ও সদস্য মোঃ রিয়াজ মোর্শেদ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ মহিতুল ইসলাম, সদর থানার ওসি মোঃ নাসির উদ্দিন সরকারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার ও সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের সাথে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংবাদিকদের নানা বিষয়ে আলাপ আলোচনা হয়। এসময় জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত কমিটির সদস্যবৃন্দকে পুলিশ সুপার অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সংস্থার উপস্থিত নেতৃবৃন্দও পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান।