পুলিশ কনস্টেবল রাহিজুল আমিন বাঁধন হত্যাকাণ্ডের ৫ আসামির রিমান্ড মঞ্জুর।
মোঃ তোফায়েল আহমেদ কুমিল্লা জেলা প্রতিনিধি।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়াটগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বাসরা গ্রামের আলোচিত পুলিশ কনস্টেবল রাহেজুল আমিন বাঁধন হত্যা মামলায় পাঁচজন আসামিকে রিমান্ড দিয়েছে আদালত।
গত বুধবার কুমিল্লা র ৩ নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের স্বাক্ষরিত আদেশে আসামিদের রিমান্ড মঞ্জুর হয়।
আলোচিত বাধন হত্যাকাণ্ডের মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আসাদুজ্জামান পাঁচজন আসামির বিরুদ্ধে ৭ দিন করে পুলিশের রিমান্ড আবেদন করিলে দুইজন কে তিন দিন করে এবং তিনজন কে একদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
আদালতের আদেশ অনুযায়ী আসামি সৈকত হাসান ও রমিল দর্জিকে তিন দিন করে, আলি মিয়াজি, হানিফ মিয়া সহ ইসমাইল কে একদিন করে রিমান্ডে এনে সঠিক তদন্ত বের করবেন পুলিশ।
গত ২৩ই এপ্রিল ঈদুল ফিতরের পরের দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়াটগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বাসরা গ্রামের পুলিশ কর্মকর্তা বাধন কে কুপিয়ে মারাত্মক ভাবে হত্যা করা হয়,
এ ঘটনায় কারাগারে থাকা ৪২/জন আসামির মধ্যে ৫জন আসামির রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
উল্লেখ্য যে বাঁধন হত্যা মামলায় এখন পর্যন্ত ৪১ জন আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিহত রাহিজুল আমিন বাঁধন নোয়াখালী জেলা পুলিশের সদস্য ছিলেন, এবং দাউদকান্দি উপজেলার ইলিয়াটগঞ্জ দক্ষিন ইউনিয়নের বাসরা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলি আহমেদের ছেলে।
নিহত বাঁধন হত্যাকাণ্ডের ফ্যামিলি জানান অতি শীঘ্রই বাকি আসামি গুলোদের কে আইনের আওতায় আনা হবে।