নিজস্ব প্রতিনিধিঃ গতকাল ময়মনসিংহের মুক্তাগাছার চেচুয়া বাজার এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ ০৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার কুড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- হান্নান তালুকদার (৩৭), মামুন তালুকদার (৩৬), শুভ তালুকদার (২৩), মমতাজ বেগম (৫০), শাহানাজ (৪০), আনোয়ারা (৬০), মোসলেম উদ্দিন (৬২), মেহেদী হাসান (২৩), সর্বগ্রাম: কুড়িপাড়া, ইউনিয়ন: দুল্লা, থানা: মুক্তাগাছা, জেলা: ময়মনসিংহ। এ ঘটনায় মোঃ মোস্তাফিজুর রহমান হারুন (৩৩) থানায় মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয়াদি ও জমি নিয়ে দুই পক্ষের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনার দিন বেলা ১১:৩০ মিনিটের দিকে বিবাদীগণ তাদের পৈতৃক সম্পত্তিতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদী পক্ষকে অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রেক্ষিতে প্রতিবাদ করলে বিবাদীগণ লোহার রড, বাঁশের ও কাঠের লাঠি দিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে মাথা ও শরীরে জখম করে । সূত্র জানায় মোঃ মোছলেম উদ্দিন (৬২) ও শাহানাজ পারভীন (৪৫) এর হুকুমে মোঃ ইমরান হোসেন (২৪) এর হাতে থাকা কুড়াল দিয়ে বাদী হারুন এর বড় ভাই হান্নান তালুকদারকে,মেহেদী হাসান (২২) মামুন তালুকদারকে এবং মোঃ মোছলেম উদ্দিন (৬২) শুভ তালুকদারকে দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথার মাঝ বরাবর সজোরে কুপ দিয়ে আহত ও রক্তাক্ত করে। এছাড়াও মোছাঃ মমতাজ বেগম (৫০) এর হাতে থাকা লোহার রড দিয়ে মোছাঃ শিমুলী বেগম এর ডান হাতের কব্জির উপর সজোরে বারি মেরে রক্তাক্ত জখম করে।
উভয় পক্ষের আহতদেরকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।