আব্দুল কাইউম,বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা -৫ আসনে জাকের পার্টির মনোনয়ন পেয়েছেন মো. মফিজ উদ্দিন প্রামানিক । শনিবার (৪ ডিসেম্বর ) বিকেলে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থী মোঃ. মফিজ উদ্দিন প্রামানিক
মোঃ মফিজ উদ্দিন প্রামানিক পাবনা পৌর শাখার জাকের পার্টির সভাপতি।
এর আগে পাবনা গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থী মোঃ মফিজ উদ্দিন প্রামানিক। এ সময় উপস্থিত গণমাধ্যম কর্মীরা তাকে নির্বাচনী প্রতীক ‘গোলাপ’ দিয়ে শুভেচ্ছা জানান।
এদিন সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৫ আসন থেকে অংশ নেওয়ার জন্য তার হাতে মনোনয়নপত্র তুলে দেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।
এ বিষয়ে জাকের পার্টির মনোনীত প্রার্থী মোঃ মফিজ উদ্দিন প্রামানিক আমার সংবাদ প্রতিদিনকে বলেন, পাবনা সদর উপজেলা একটি অবহেলিত উপজেলা। এ উপজেলার অধিকাংশ ইউনিয়ন নদীবেষ্টিত। স্বাধীনতার পর থেকে এ আসনে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি। যারাই এ আসন থেকে নির্বাচিত হয়েছিল তারা সবাই নিজেদের আখের গুছিয়েছেন। তাই পরিবর্তনের আশায় নির্বাচনে অংশগ্রহণের জন্য জাকের পার্টি থেকে মনোনীত হয়েছি।
তিনি আরও বলেন, অঢেল টাকা নয়, জনগণের দ্বারে দ্বারে গোলাপের সুরভি ছড়িয়ে দেবো। এভাবেই আমরা সকলকে উজ্জীবিত করবো পরিবর্তনের পথে। বিজয় হবে ইনশাআল্লাহ।