বিশেষ প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫( পাবনা সদর ) আসনে মোট পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম ফারুক প্রিন্স (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো: আব্দুল কাদের খান কদর, (লাঙ্গল), বাংলাদেশ ওয়াকার্স পাটির মো: জাকির হোসেন, ( হাতুড়ি) , জাকের পার্টির মো: আবু দাউদ ,,(গোলাপ ফুল) ও তৃণমূল বিএনপির মো: আফজাল হোসেন বটু (সোনালী আশ)।
গোলাম ফারুক প্রিন্স (নৌকা) বাংলাদেশ ওয়াকার্স পাটির মো: জাকির হোসেন (হাতুড়ি) ছাড়া অন্য আর সকল প্রার্থীদর কে চেনেন না এ আসনের সাধারণ ভোটাররা।
জেলা রিটার্নিং অফিসার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পরপরই ব্যাপকভাবে প্রচার-প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম ফারুক প্রিন্স (নৌকা) বাংলাদেশ ওয়াকার্স পাটির মো: জাকির হোসেন (হাতুড়ি) এ দু’জন ছাড়া ভোটের মাঠে বাকিদের তেমন চেনেন না এই সংসদীয় আসনের সাধারণ ভোটারে রা।
এই আসনের নির্বাচনীয় এলাকায় গোলাম ফারুক প্রিন্স (নৌকা) ছাড়া বাকি প্রার্থীদের প্রচার প্রচারণা তেমন চোখে পড়ছে না।
বাকি চার জনের কোনো পোস্টারও এলাকায় দেখা যাচ্ছে না। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে ওই চারজনকে এলাকায় মানুষজন কোন সময় দেখেননি, তেমন চেনেন ও না। এমনকি তাদের কোন পোস্টার, মাইকিংও খুব একটা দেখা যাচ্ছে না।