এস এম আলমগীর চাঁদ, ( পাবনা প্রতিনিধি )
পাবনার নির্বাচনী আসন পাবনা ১ ( সাঁথিয়া বেড়া )আসনের জনগন আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে নানা কথা ভাবতে শুরু করেছে ।এলাকার উন্নয়নের স্বার্থে বাহিরের লোক নয়, নিজের এলাকাএলাকার মধ্যে থেকে মনোনীত প্রার্থী কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হিসেবে দেখতে চায় সাঁথিয়ার স্থানীয় জনগন । হোক সে দলীয়, নির্দলীয় বা স্বতন্ত্রীক প্রার্থী ।এই আসনে সাঁথিয়ার মধ্যে থেকে একক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করে এম পি নির্বাচন করে নির্বাচিত হয়েছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী ।মুলত এই আসন থেকে আজ পর্যন্ত যারা এমপি নির্বাচিত হয়ে আসছেন তারা মুলত বেড়া এলাকার প্রার্থী ।অর্থাৎ বলা চলে বাহিরের লোক দিয়েই চলছে এ এলাকার প্রতিনিধিত্ব ।এলাকার সাধারণ মানুষের ভাষায়, এবার মাটি ও মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করব । সাঁথিয়া -বেড়া আসনে সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের আব্দুল হালিম দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ।
তিনি ইতিমধ্যেই বিভিন্ন মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডে অংশগ্রহন করে মানুষের হৃদয়ে স্হান করে নিয়েছেন ।অসহায় ও দরিদ্র দের সেবা করে যাচ্ছেন নিয়মিত ।
এ বিষয়ে আব্দুল হালিম বলেন, সাঁথিয়া উপজেলা বাসীর সফলতার সুযোগে এখানে প্রতিষ্ঠিত হয় নি স্থানীয় নেতৃত্ব । সাঁথিয়া উপজেলা বাসীর জন্য স্থানীয় নেতৃত্ব প্রতিষ্ঠায় জনসচেতন মুলক বিভিন্ন কর্মকাণ্ডে তিনি অংশগ্রহন করে যাচ্ছেন ।
তিনি বলেন, আমি বিশ্বাস করি, সাঁথিয়া বাসীর কাংখিত উন্নয়নের জন্য জননেতৃ শেখ হাসিনা আমাকে নৌকার মাঝি হিসেবে এই আসন থেকে মনোনয়ন দিবেন ।
আগামী নির্বাচনে পাবনা ১ আসন থেকে জননেতৃ শেখ হাসিনার আশির্বাদ পুষ্ট হয়ে অবহেলিত সাঁথিয়া বেড়ার সর্বস্তরের জনসাধারণের সুখে দুঃখে পাশে থাকার প্রত্যয়ে তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আশাবাদী ।