পাবনা সুজানগরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কমিউনিটি ক্লিনিকের কর্মরত নারী সিএইচসিপিকে পিটিয়ে আহত করেছে,স্থানীয় বখাটে
এবি আলামিন হোসাইন পাবনা প্রতিনিধি
পাবনার সুজানগরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় অফিস চলাকালীন দায়িত্বরত অবস্থায় চিত্রা রানী ভৌমিক (৪০) নামে এক নারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার(সিএইচসিপি) কে মারধর করে গুরত্বর আহত করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে রবিবার সাতবাড়িয়া ইউনিয়নের কাদোয়া কমিউনিটি ক্লিনিকে। আহত চিত্রা রানী ভৌমিক গেল দুই দিন সুজানগর হাসপাতালে চিকিৎসানিয়ে বাসায় ফেরেন । সে কাদোয়া গ্রামের আশীষ কুমার ভৌমিকের স্ত্রী। এ ঘটনায় চিত্রা রানী ভৌমিক বাদী হয়ে কাদোয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে আব্দুল মতিন (৩৮) নামে এক বখাটে যুবককে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার(সিএইচসিপি) চিত্রা রানী ভৌমিককে স্থানীয় বখাটে