আব্দুল কাইউম
২০ মার্চ বুধবার পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির এর নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা এলাকায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে মেসার্স একতা ব্রিক্সকে ৩০ হাজার টাকা, মেসার্স পদ্মা ব্রিক্সকে ৩০ হাজার টাকা এবং মেসার্স সেভেন স্টার ব্রিকসকে ২০ হাজার টাকা মোট ৮০,০০০/- টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষনিক আদায় করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকগনকে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই এশ, লাইম ও জিপসামের তৈরি FAL-G ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।
ঈশ্বরদী থানা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে চলমান এই অভিযান অব্যাহত থাকবে।