মোঃ রাজিব জোয়ার্দ্দারঃ
আমার সোনার বাংলায় সন্ত্রাস বাদের ঠাই নাই,সন্ত্রাসবাদের দিন শেষ তারুণ্যের বাংলাদেশ,যে বন্ধু মাদক অফার করে, সে কখনো বন্ধু হতে পারে না, মাদক সন্ত্রাস না বলুন, সোনার বাংলাদেশ গড়ুন, হাজার প্রতিপাদ্য নিয়ে শুক্রবার বিকেলে ৬ই সেপ্টেম্বর পাবনা সদর উপজেলা ভাঁড়ারা ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী,সন্ত্রাস বিরোধীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, পাবনা জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদ্দুনবী স্বপনের নির্দেশনায় রকিবুন্নবী সুজনের পৃষ্ঠপোষকতায় ও এহসান-উল-বাশার বাবনের নেতৃত্বে সন্ত্রাস ও মাদকমুক্ত গড়তে ভাঁড়ারা ইউনিয়নে সাধারণ জনগনকে উদবুদ্ধ করার লক্ষে শতাধিকের বেশি মোটরসাইকেল র্যালি বের করেন।
র্যালিটি শ্রীপুর বাজার হতে শুরু করে ইউনিয়নের কয়েকটি গ্রামে প্রদক্ষিণ শেষে শ্রীপুর কলেজ মাঠে এসে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন ভাঁড়ারা ইউনিয়নের যুব সমাজের নেতা ইহসান-উল-বাশার বাবন,জাহাঙ্গীর আলম,কামরুল হাসান সুমন,আহসান হাবীব আকাশ,শরিফুল ইসলাম,ইকবাল হোসেন,আশিকুর রহমান টোটন,মিলন মাহমুদ,রাশিদুল ইসলাম,আব্দুল মমিন,মানিক হোসেন,মোহসিন মোল্লা,ফরিদ হোসাইন,আনিছুর রহমান,সিফাতুল ইসলাম ছানি,মোতাহার হোসেন,শাহাদাৎ হোসেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা শাখার সমন্বয়ক মনজুরুল ইসলাম, ইউসুফ আরফান বিপ্লব, ও শাওন হোসেন যুব সমাজের প্রোগ্রামে উপস্থিত থেকে মাদক বিরোধী এবং সন্ত্রাসবিরোধীর উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন।