পাবনা প্রেসক্লাব এর প্রবীণ সদস্য , সাংবাদিক আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন।
পাবনা জেলা প্রতিনিধি:
পাবনা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য, প্রবীণ সাংবাদিক ও দৈনিক ভোরের ডাক’র পাবনা জেলা প্রতিনিধি আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে পাবনার সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পাবনা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সহকর্মী
আত্মীয়-স্বজন এক নজর তাকে দেখতে তার বাড়িতে ভিড় জমায়।
বাদ এশা রাত ৮টায় পাবনা গোডাউন-পাড়া ব্লু বার্ড কিন্ডার গার্ডেন মাঠে নামাজে জানাজা শেষে তাকে আরিফপুর কবরস্থানে দাফন করা হয়। এর আগে প্রেসক্লাবের পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধা জানানো হয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা যাপন করা হয়।
রোববার রাতে বাসায় থাকা অবস্থায় বুকে ব্যথা অনুভব করেন। রাতেই তাকে পাবনা জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। সেখানেই সোমবার সকালে মারা যান তিনি।
সাংবাদিক আব্দুর রশিদের মৃত্যুতে পাবনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা গভীর শোক জ্ঞাপন করেছেন ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।