মোঃ রাজিব জোয়ার্দ্দার, নিজস্ব প্রতিবেদকঃ
র্যাব-১২, সিপিসি-২, পাবনার আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, পাবনা জেলার সাঁথিয়া থানাধীন ধুলাউড়ি ইউনিয়নের বিল সলঙ্গী এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে সিপিসি-২, পাবনা র্যাবের একটি চৌকষ আভিযানিক দল স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে
২৩ মার্চ সাঁথিয়া থানাধীন ধুলাউড়ি ইউনিয়নের বিল সলঙ্গী গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে এসময় তার নিকট হতে ০১ (এক) কেজি গাঁজা, ০১ টি মোবাইল ও ০১টি সিমকার্ড উদ্ধার করা হয়৷
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করতঃ পাবনা জেলার সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়।