পাবনা জেলা প্রতিনিধি :
পাবনা জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র অ্যাডভোকেট মো. আরশেদ আলম। বুবারর (১৩ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর শাখার এক আদেশ থেকে এ তথ্য জানা যায়। আদেশে জানানো হয়, পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সততা সম্পর্কে জেলার জেলা ও দায়রা জজ এবং জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে এই আইন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। উপসলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত নিয়োগ আদেশের মধ্য দিয়ে পাবনা জেলা জজ আদালত ছাড়াও জেলা ও দায়রা জজ আদালত নিয়োগাদেশ বাতিলক্রমে নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) শেষে ১৯৮৩ সাল থেকে আইন পেশার সাথে যুক্ত হন এবং তিনি প্রায় ৪১ বছর যাবত আইন পেশার সাথে সম্পৃক্ত রয়েছে। অ্যাডভোকেট মো. আরশেদ আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সৃষ্টিলগ্ন থেকে বর্তমান পযন্ত তার রয়েছে বিশাল এক বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। তিনি ১৯৭৮ থেকে ১৯৮১ সাল পযন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দি হল শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও ১৯৭৮ থেকে ৮০ পযন্ত প্রতিষ্ঠাতা সহ-সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ১৯৮৩ থেকে ১৯৯৪ সাল পযন্ত সাধারণ সম্পাদক হিসেবে ও ১৯৯৪ থেকে ২০০৬ সাল পযন্ত সহ-সভাপতি হিসেবে সুজানগর উপজেলা বিএনপির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৫ থেকে ১৯৯১ সাল পযন্ত পাবনা জেলা বিএনপির আইন বিষায়ক সম্পাদক ও ১৯৯৬ থেকে ২০০১ পযন্ত পাবনা জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক অঙ্গনে রয়েছে তার বিশাল অবদান, তিনি পাবনা জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমানে স্ব-পদে দায়িত্ব পালন করছেন। তিনি পাবনা জেলা এ্যাডভোকেট বার সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি, উপদেষ্টা বাংলাদেশ সচেতন ছাত্র ফোরম, কেন্দ্রীয় সংদস। উপদেষ্টা বাংলাদেশ সচেতন নাগরিক ফোরম, কেন্দ্রীয় সংদস। উপদেষ্টা ঢাকাস্থ পাবনা ক্লাব,ঢাকা সহ একাধিক দায়িত্বশীল জায়গায় দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পলন করছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন গণতন্ত্রের প্রাণপুরুষ আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন ও আগামীতে আধুনিক বাংলাদেশ বিনির্মানের স্বপ্নদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে চাই।