জেলা প্রতিনিধি, পাবনা
পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী এবং ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মাসব্যাপী বিভিন্ন ইউনিয়নের শোকসভা ও দোয়া মাহফিলের অংশ হিসেবে সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় তাতিবন্দ ইউনিয়নের পোড়াডাঙ্গা ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কামরুজ্জামান উজ্জ্বল বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে শেষ করতে চেয়েছিল সেই চক্রটি আবারও ষড়যন্ত্র মেতে উঠেছে। দেশের উন্নয়নকে তারা বাধাগ্রস্ত করতে চাইছে। কিন্তু আওয়ামী লীগের একটি কর্মী ও জননেত্রীর একজন কর্মী বেঁচে থাকতেও তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না। আমারা ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ।
তাঁতিবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মৃধার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের রোকন, জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক, সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা, সুজানগর উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান।
রানীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জী, এম তৌফিকুল আলম পীযূষ,ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন,,নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাত্তার প্রামানিক, দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মালেক মাস্টার, ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন বেপারী, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল, মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডঃ মজিবুর রহমান, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম বিপুল,ছাত্রনেতা কবির আহমেদ, সুজানগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সুজানগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষার আহমেদ, সুজানগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সুজানগর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ রায়হান আলী মিলন সহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।