এবি.আলামিন হোসাইন
ফটো সাংবাদিক
পাবনার আতাইকুলা সাদুল্লাপুর ব্যবসায়ী বারেক প্রমানিক (৫৫) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
মঙ্গলবার ( ০৯ মে ) বিকেলে সাদুল্লাপুর আঞ্চলিক সড়কে নিহতের পরিবার ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্যে বক্তারা বলেন, বাড়ি থেকে বারেক প্রমানিকে পাওনা টাকা দেবে বলে ডেকে নেয় অত্র এলাকার মাসুদ ও দাইদ খাঁ। তারা সুপরিকল্পিতভাবে হত্যা করে ধান ক্ষেতে ফেলে রাখে ।
দীর্ঘ দুই মাস অতিবাহিত হলেও এঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে আরো অনেকেই। এইসকল চিহ্নিত সন্ত্রাসী তারা এলাকায় ঘোরাফেরা করলেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছেন না। উল্টো নিহতের পরিবারের মামলা তুলে নেওয়ার হুমকি-ধামকি দিচ্ছেন। দ্রুত এইসকল চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে খালিশপুর মোড় পাবনা সুজানগর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে নিহতের পরিবারের বাড়ির সামনে এসে শেষ হয়।
উল্লেখ্য: গত (১৯ মার্চ) সন্ধ্যায় বারেক প্রমানিক কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অত্র এলাকার মাসুদ ও দাইদ খাঁ। পরে সকালে ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।