পাবনার সাঁথিয়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হামলার শিকার ও ক্যামেরা ও লোগো ভাংচুর করে হামলাকারীরা।
বিশেষ প্রতিনিধি :আরিফ খান জয়
পাবনার সাঁথিয়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানাসহ ছয়জন সংবাদকর্মী হামলার শিকার হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার নন্দনপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় সাংবাদিকদের ক্যামেরা ও লোগো ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে।
জানা যায়, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলার সাঁথিয়া প্রতিনিধি মানিক মিয়া রানা, প্রতিদিনের সংবাদের পাবনা জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নু, আরটিভির উত্তর প্রতিনিধি তাইজুল ইসলাম, মোহনা টিভির পূর্ব প্রতিনিধি ইকবাল হোসেন, আনন্দ টিভির সাঁথিয়া প্রতিনিধি মনোয়ার পারভেজ মানিক ও মানবকন্ঠের সাঁথিয়া প্রতিনিধি এমজে সুলভ বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলার নন্দনপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামে বাড়িঘর ভাংচুরের সংবাদ সংগ্রহ করতে গেলে বাধা দেয় মৃত একেন আলী সরদারের ছেলে নাসির হোসেন (৪২) ও হেলাল হোসেন (৪৫)।
ভাঙচুরকৃত ঘরবাড়ির ছবি তুলতে গেলে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা। এক পর্যায়ে আরটিভির উত্তর প্রতিনিধি তাইজুল ইসলাম এগিয়ে গিয়ে ভিডিও করতে গেলে তার হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নেয় এবং আনন্দ টিভির সাঁথিয়া প্রতিনিধি মনোয়ার পারভেজ মানিকের লোগো (বুম) ভাঙচুর করে পুকুরে ফেলে দেয়।
এ ঘটনায় মুঠোফোনে পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ নাসির ও হেলাল নামের দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় মানিক মিয়া রানা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। লিখিত অভিযোগ পেয়েছি। দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাঁথিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন